চারদিন ধরে নিখোঁজ এক যুবক।এখনও মেলেনি খোঁজ।পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নিখোঁজ যুবকের পরিবার।
জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম আকাশ দাস।ফুলবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাহীপাড়া-জোড়পাকুড়ির বাসিন্দা।গত মঙ্গলবার ৩১শে ডিসেম্বর রাত সাড়ে সাতটা নাগাদ আকাশকে তার দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।এরপর ১লা জানুয়ারি ভোর তিনটে নাগাদ আকাশের দুই বন্ধু বাড়ি ফিরে এসে পরিবারকে জানায় আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না।ঘটনার পরই বুধবার সকালে এনজেপি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে যুবকের পরিবার।
অভিযোগের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ তদন্তে নেমে আকাশের চার বন্ধুকে আটক করে।বন্ধুদের কথায় মেলে অসংগতি।এরপর বৃহস্পতিবার ফুলবাড়ি ক্যানাল রোডে জোড়াপানি নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়।যদিও খোঁজ মেলেনি আকাশের।ঘটনায় পুলীশি ব্যার্থতার অভিযোগ তুলে আজ এনজেপি থানায় বিক্ষোভ দেখান নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয়রা।আটক বন্ধুদের কেন ছেড়ে দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।যদিও দ্রুত যুবককে খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।