লাটাগুড়ি,১৩ জুলাইঃ অরণ্য সপ্তাহ উপলক্ষে লাটাগুড়ি উত্তর ঝাড় মাটিয়ালি এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে চারা গাছ বিতরণ করল মানব কল্যাণ সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বিবেকানন্দ যুব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।এছাড়াও এদিন স্বেচ্ছাসেবী সংগঠনদুটির তরফে এলাকাবাসীকে প্লাস্টিক বর্জন ও সবুজায়নের বার্তা দেওয়া হয়।
বিবেকানন্দ যুব সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক শুভদীপ মজুমদার বলেন, আমাদের সকলেরই উচিত বৃক্ষ রোপণের মাধ্যমে সুস্থ পরিবেশ গড়ে তোলা।
অন্যদিকে মানব কল্যাণ সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উদয়ন মজুমদার বলেন, চারগাছ বিতরণের পাশাপাশি প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হল সকলকে।