রায়গঞ্জ,১৮ ফেব্রুয়ারিঃ চার বছরের শিশুকে গুলি করে খুনের অভিযোগ উঠল মদ্যপ বাবার বিরুদ্ধে।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঝিটকিয়া গ্রামে।মৃত শিশুর নাম সাহিল(৪)।ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত বাবা নাস্তার আলি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে।অভিযোগ,প্রায়ই নাস্তার আলির সাথে তার স্ত্রীর ঝামেলা হতো।পণের দাবিতে স্ত্রীর ওপরে অত্যাচার চালাতো নাস্তার আলি।বুধবারও মদ্যপ অবস্থায় বাড়িতে এসে ঝামেলা করছিল নাস্তার।সেইসময় চার বছরের শিশু সাহিলকে গুলি করে নাস্তার।ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।সেখানে কিছুক্ষণ পর মৃত্যু হয় ছোট্ট সাহিলের।
রায়গঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।পলাতক অভিযুক্ত নাস্তার আলির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।