জলপাইগুড়ি, ৬ জানুয়ারিঃ জাতীয় সড়কে চারচাকা গাড়ি ও বাইকের সংঘর্ষ।অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই বাইক আরোহী।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায়।ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটি।
জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের দোমোহনি এলাকার বাসিন্দা দেবাশিস রায় ও বিক্রম সরকার বাইকে করে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ির দিকে আসছিলেন।সেইসময় গোশালা ট্রাফিক মোড় এলাকায় উল্টোদিক থেকে আসা একটি চার চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনায় দুমড়ে মুচড়ে যায় চার চাকার গাড়িটির সামনের অংশ।ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরবাইকটিও।তবে বাইক আরোহীরা প্রাণে বাঁচলেও দুজনই সামান্য আহত হন।