রাজগঞ্জ, ৭ জানুয়ারিঃ সিগন্যালে দাঁড়িয়ে থাকা চারচাকা যাত্রীবাহী গাড়ির পেছনে ধাক্কা ডাম্পারের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ছোট যাত্রীবাহী গাড়িতে থাকা তিনজন।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের তালমা মোড় এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে একটি যাত্রীবাহী চারচাকা গাড়ি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। তালমা সংলগ্ন এলাকায় ট্রাফিক সিগন্যাল পড়ায় দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী ছোট চারচাকা গাড়িটি।
সেইসময় পেছন দিক থেকে আসা একটি ডাম্পার দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িটির পেছনে ধাক্কা মারে। ফলে চারচাকা গাড়িটি সামনে থাকা অপর একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় ছোট চার চাকা গাড়ির সামনের ও পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা তিনজন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।