লকডাউন জারি রেখেও বেশ কিছু ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেখে নিন সেগুলি

লকডাউন জারি রেখেও বেশ কিছু ছাড় ঘোষণা করল রাজ্য সরকার।বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


একনজরে দেখে নিন সেগুলিঃ-

  • সোমবার থেকে গ্রিন জোনে বেসরকারি বাস চলবে।তবে বাসে ২০ জনের বেশি যাত্রী নয়।
  • শুধু জেলার মধ্যেই বাস চলবে।
  • গ্রিন জোনে বা অরেঞ্জ জোনে অল্প অল্প ট্যাক্সি চালু হবে।
  • জঙ্গল মহল এলাকায় পাতার কাজ শুরু হতে পারে।
  • চিকিৎসকদের কাছে আবেদন, নিজেরা সাবধানতা নিয়ে চেম্বার খোলার চেষ্টা করুন।
  • বেসরকারি হাসপাতালগুলি যেন চালু থাকে, তারা যেন কোনও রোগীকে ফেরত না দেয়।
  • খোলা থাকবে চায়ের দোকান,পানের দোকান,মোবাইল রিচার্জের দোকান।তবে চায়ের দোকানে বসে আড্ডা মারা যাবে না।
  • ছোট ছোট ষ্টেশনারী দোকান,বইয়ের দোকান,রংয়ের দোকানও খোলা থাকবে।
  • কিছু আয়রন স্টিল,ফ্যাক্টরি,কনস্ট্রাকশন কোম্পানি চালু হবে।
  • পাড়ার দোকান নিয়ম মেনে খুলতে হবে।
  • কোনও দোকানেই ভিড় করা যাবে না এবং মার্কেট কমপ্লেক্সের মধ্যেকোনও দোকান খোলা যাবে না।
  • কেন্দ্র অনুমতি দেয়নি, তাইএখনই সেলুন, বিউটি পার্লার খোলা যাবে না ।
  • হকার্স কর্নার খুলবে না,ফুটপাতের দোকান খুলবে না।
  • রেড জোনের ক্ষেত্রে অনুমতি নিতে হবে।
  • কোনও সামাজিক প্রকল্প চলবে না।
  • কনটেনমেন্ট এলাকায় পুরোপুরি লকডাউন থাকবে,এই এলাকায় এখনই কিছু করার নেই।
  • সবাইকে মাস্ক পরে থাকতে হবে।
  • গোটা মে মাসটা সাবধানে থাকতে হবে।


One thought on “লকডাউন জারি রেখেও বেশ কিছু ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেখে নিন সেগুলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş