ফুলবাড়ি, ৪ মার্চঃ একই রাতে ফুলবাড়িতে চার চারটি গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।বাড়ির সামনে দাঁড়িয়ে রাখা মালবোঝাই গাড়ির দরজার কাঁচ ভেঙে দুষ্কৃতিরা চুরির ঘটনা ঘটায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি পশ্চিমধনতলা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে গাড়ি গুলি বিভিন্ন জায়গা থেকে মাল বোঝাই করে ফুলবাড়ির মার্ডার মোড় সংলগ্ন পশ্চিমধনতলা এলাকায় পার্ক করে রাখে।আজ সকালে গাড়ির মালিক রাজকুমার সিং গাড়ির কাছে যেতেই দেখেন কাঁচ ভাঙা।একইভাবে পাশাপাশি থাকা চার চারটি গাড়ি থেকে চুরির ঘটনা ঘটে।
একটি গাড়ি থেকে নগদ কুড়ি হাজার টাকা চুরি হয়।অপর গাড়িগুলি থেকে নগদ কয়েক হাজার টাকা সহ গাড়ির কাগজপত্র ও টায়ার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা।
একই রাতে চারটি গাড়িতে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।এলাকায় পুলিশি টহলদারির দাবী জানিয়েছেন বাসিন্দারা।