ফাঁসিদেওয়া, ৬ ফেব্রুয়ারিঃ চাষের জমি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়ার রুপনদিঘি এলাকায়।
রবিবার চাষের জমিতে কাজ করতে গিয়ে আগ্নেয়াস্ত্র নজরে আসে স্থানীয়দের।বাংলাদেশী গরু পাচারকারীদের এই আগ্নেয়াস্ত্র হতে পারে বলে অনুমান।
এরপর খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।