রাজগঞ্জ, ২৮ জানুয়ারিঃ আলু চাষের জমিতে দুটি হাতির তাণ্ডব, নষ্ট হল আলু ক্ষেত। মঙ্গলবার গভীর রাতে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগিভিটা গ্রামে হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ রাত আড়াইটে নাগাদ হঠাৎ হাতির চিৎকার ও বনদপ্তরের সাইরেনের শব্দে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের। বাইরে বেরিয়ে তাঁরা দেখতে পান, দুটি হাতি এলাকায় ছোটাছুটি করছে এবং আলু ক্ষেতে ঢুকে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর হাতি দুটিকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় আলু চাষে ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ নিকুঞ্জ দাসের। দিন আনা দিন খাওয়া চাষির পক্ষে এই ক্ষতি সামাল দেওয়া কঠিন বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত কৃষক নিকুঞ্জ দাস সরকারিভাবে ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্যের দাবি তুলেছেন।
