নকশালবাড়ি,২৭ এপ্রিলঃ চা শ্রমিকদের জমির অধিকার প্রদান এবং লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড জমি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল ৩২টি সংগঠন নিয়ে গঠিত জয়েন্ট ফোরাম।
বৃহস্পতিবার নকশালবাড়ির স্কুলডাঙ্গী থেকে নকশালবাড়ি পানিঘাটা মোড় পর্যন্ত মিছিল করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে বিক্ষোভ ও পরে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে স্মারকলিপি প্রদান করল জয়েন্ট ফোরাম।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন বসবাস করার পরেও চা শ্রমিকদের জমির অধিকার দেয়নি সরকার। সঙ্গে লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করে চাবাগানের জমি বেসরকারি সংস্থাকে তুলে দেওয়া হচ্ছে। চাবাগানে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। চা শ্রমিকদের অধিকার আদায় না হলে আগামী দিনে রাস্তার বসে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন জয়েন্ট ফোরামের সদস্য গৌতম ঘোষ।
