শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে রেলিং ঘিরে ছটপুজোর ঘাটের সমস্যা। পুজো হবে কিনা তা নিয়ে আশঙ্কায় পুজো আয়োজকেরা। প্রতিবছর এই ঘাটে প্রচুর পরিবার পুজো করেন। কয়েক বছর আগে গ্রিন ট্রাইব্যুনাল রায় দিয়ে জানায় কোথাও নদীর মধ্যে ছট ঘাট তৈরি করা যাবে না। সেইমতো নদীর দুদিকে ঘাট তৈরি হয়। তবে এবার মহানন্দায় রেলিং তৈরি করা হয়েছে পুরনিগমের তরফে। ফলে এই অবস্থায় কীভাবে ঘাট হবে তা নিয়ে চিন্তায় ছিলেন পুজো আয়োজকেরা। প্রশাসনের দ্বারস্থও হন। কয়েকদিন আগে প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ঘাট পরিদর্শনে গেলে তাকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। মঙ্গলবার প্রশাসনের তরফে রেলিং ভেঙে দুটি গেট তৈরি করার কাজ শুরু হয়।
রেলিং ভাঙা শুরু হতেই প্রতিবাদ জানান আয়োজকেরা। কারণ সৌন্দর্যায়নের জন্য বানানো রেলিং ভাঙা হোক তা তারা চান না। এরপরই সেখানে ছটপুজো সমিতির কর্মকর্তা, সদস্য ও পুজো আয়োজকেরা আলোচনায় বসেন। সমিতির মুখপাত্র অত্রি শর্মা বলেন, এখানে এবার পুজো হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা রেলিং ভাঙার পক্ষে না। যা হবে তা আইন মেনেই হবে। আমরা আলোচনা করেই ঠিক করবো যা করার।