রাজগঞ্জ, ২৭ ডিসেম্বরঃ ফুলবাড়ি উচ্চবিদ্যালয়ে সংখ্যালঘু ছাত্রাবাসের দ্বারদঘাটন ও সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হল।
জানা গিয়েছে, সোমবার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে ১৪ টি রুম বিশিষ্ট সংখ্যালঘু ছাত্রাবাসের দ্বারদঘানট ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সপ্তম পর্যায়ে সবুজ সাথী প্রকল্পের ২৪৮টি সাইকলে বিতরণ করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বলেন, রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের তরফে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ওই ছাত্রাবাস তৈরি করা হয়েছে।দোতলা ছাত্রাবাসে ৫০ জন ছাত্র থাকতে পারবে।এর ফলে উপকৃত হবে ছাত্ররা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, জলপাইগুড়ি সংখ্যালঘু আধিকারিক সিদ্ধার্থ সুব্বা,ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সাগর মহন্ত সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।