শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসের ১০ দিনের পুলিশি হেফাজত শেষে আজ ফের আদালতে পেশ করা হল।ধৃতকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।
জানা গিয়েছে, এদিন কড়া নিরাপত্তায় অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।অভিযুক্তকে পেশ করার সময় কোন ঝামেলা যাতে না হয় সেই কারণে সকাল থেকেই আদালত চত্বরে পুলিশ মোতায়ন করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ দিনের পুলিশি হেফাজতে অভিযুক্ত গোটা ঘটনা খুলে বলে।প্রায় ৪ মাস আগে ছাত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল যুবকের।ঘটনার দিন ছাত্রীর জন্য অপেক্ষা করছিল যুবক।ছাত্রী আসার পরই তাকে সাইকেলে বসিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়।সেখানে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে।এর প্রতিবাদ করলে ইট দিয়ে নাবালিকার ওপর হামলা করে সে।এরপর সেখান থেকে বাড়িতে চলে যায় অভিযুক্ত।
ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে খুন ও পকসো অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে পুলিশ।আজ ১০ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর ফের তাকে আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।