শিলিগুড়ি, ১৯ অক্টোম্বরঃ মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় ৫৭ দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করলো পুলিশ।
জানা গিয়েছে, ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হয়।তবে এই সময়সীমার অনেকটা আগেই আদালতে চার্জশিট জমা করেছে মাটিগাড়া থানার পুলিশ।বর্তমানে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে আদালত।এই রিপোর্ট আসলেই নাবালিকা হত্যাকান্ডের সমস্ত তথ্য পাওয়া যাবে।
এদিকে আজ ফের একবার অভিযুক্ত আব্বাসকে আদালতে পেশ করা হলে তাঁর আইনজীবী ফের আদালতের কাছে জামিনের আর্জি জানায়।যদিও বিচারক তা খারিজ করে দেন।পুজোর পর নভেম্বর মাস থেকে নাবালিকা খুনের মামলার ট্রায়াল শুরু হবে।এর পাশাপাশি চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।