ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার! শিক্ষকদের ঘিরে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের

রাজগঞ্জ, ১১ এপ্রিলঃ বহুদিন ধরেই ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করেন শিক্ষক।এই অভিযোগ তুলে মঙ্গলবার রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও পড়ুয়ারা।যদিও এদিন অভিযুক্ত ওই শিক্ষক স্কুলে আসেননি বলেই জানা গিয়েছে।তবে অন্যান শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন অভিভাবকেরা।


জানা গিয়েছে, খুরশিদ আলম নামে ওই শিক্ষক বেশ কয়েক বছর ধরে ওই বিদ্যালয়ে প্যারাটিচার হিসাবে নিযুক্ত রয়েছেন। স্কুলের কাছেই তার বাড়ি।

অভিভাবকদের অভিযোগ, ওই শিক্ষক বহুদিন ধরেই ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করেন। কয়েকজন ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপরই এদিন অভিভাবকরা স্কুলে এসে অন্য শিক্ষকদের স্কুলের একটি ঘরে আটকে রেখে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি তোলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিলনপল্লী ফাঁড়ির পুলিশ ও সর্বশিক্ষা মিশনের জলপাইগুড়ি জেলার অতিরিক্ত প্রকল্প আধিকারিক রাজীব চক্রবর্তী।


ওই স্কুলের এক শিক্ষিকা জানান, গতকাল একজন অভিভাবক এসে প্রথমে বিষয়টি জানান। পরে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসা করলে তারাও বিষয়টি স্বীকার করে। শিশুরা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। মারাত্মক অভিযোগ। ঘটনাটি সঠিক হয়ে থাকলে প্রশাসন যা ব্যবস্থা নেবে তাতে আমরা রাজি আছি।

অন্যদিকে সর্বশিক্ষা মিশনের আধিকারিক রাজীব চক্রবর্তী বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে অভিভাবকদের। পাশাপাশি বিষয়টি প্রাথমিক বিদ্যালয়ের জেলা পরিষদ পরিদর্শক ও সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিককে জানানো হয়েছে।ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCASİBOMholiganbet girişcasibomcasibom 780JOJOBETjojobetcasibomcasibom giriş güncel adresjojobet girişcasibom 760 girişcasibom güncelcasibomcasibom girişbahis siteleriCasibom Girişcasibom girisiCasibomgüncel girişlerCasibom GirişJojobethttps://jojobetgirisler.com/https://jojo-bet-giris.com/