মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

আলিপুরদুয়ার, ২৬ আগস্টঃ বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল।


জানা গিয়েছে, এদিন কৃতী ছাত্রছাত্রীদের মেডেল, ফুল ও স্মারক তুলে দেওয়া হয়।

এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্তোষ বর্মন, জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywin