শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ শিশুদের একঘেয়েমি কাটাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।এবার ঘরে বসেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ছাত্র-ছাত্রীরা।সফল প্রতিযোগীদের মিলবে বিশেষ পুরষ্কারও।
লকডাউনে ঘরবন্দী শিশু থেকে সব বয়সী মানুষেরা।বিশেষ করে ছাত্রছাত্রীরা, যাদের সকাল হলেই সময় কাটে স্কুলের সহপাঠীদের সঙ্গে পড়াশুনা ও খেলাধুলোর মধ্য দিয়ে।বর্তমানে তারা এই একঘেয়েমি জীবনে অতিষ্ঠ।তাদের এই একঘেয়েমি জীবনে একটুখানি আনন্দ দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মন্ত্রী গৌতম দেব।
প্রতিযোগীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ই-মেলের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।পরবর্তীতে সেখান থেকে বাছাই করে সফল প্রতিযোগীদের করা হবে পুরস্কৃত।
সোমবার একটি সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, উত্তরবঙ্গ সাংস্কৃতিক সংস্থার আর্থিক ব্যয় এই প্রতিযোগিতায় করা হবে।মূলত শিলিগুড়ি মহকুমা পরিষদ, পুরনিগম ও ডাবগ্রাম-ফুলবাড়ি এই তিনটি অংশে ভাগ করা হয়েছে এই প্রতিযোগিতা।
রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্য, বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, বিজ্ঞান ভিত্তিক মডেল নির্মাণ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ছাত্রছাত্রীরা।পাশাপাশি প্রবন্ধ ও পত্র রচনায় অংশগ্রহণকারীদের ক্ষেত্রে বিষয়টি লকডাউন খোলার পরে তা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করবে উদ্যোক্তারা বলে জানান তিনি।
প্রতিযোগিতায় জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তা হল- ৮১৪৫৭৯৪৯৯৭ এবং ৭৭৯৭২৩৭৭৭৭।অথবা ই-মেইল করতে পারবেন [email protected] এখানে।