শিলিগুড়ি,১২ মেঃ ছাত্র সংগঠনের ঝামেলা ঘিরে উত্তেজনা শিলিগুড়ি পলিটেকনিক কলেজে।শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার পলিটেকনিক কলেজে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল এবিভিপি’র।অভিযোগ, সেইসময় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য এবিভিপি সদস্যদের মারধর করে। এরপরই শুক্রবার ১২ ঘন্টা কলেজ ধর্মঘটনের ডাক দেয় এবিভিপি।তা ঘিরে আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়।ঘটনাস্থলে মোতায়েন ছিল শিলিগুড়ি থানার পুলিশ।পুলিশের সামনেই বিবাদে জড়িয়ে পড়ে দু পক্ষ।পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এবিভিপি নেতা কর্মীদের অভিযোগ, আজ সকালে টিএমসিপি সদস্যরা গিয়ে এবিভিপির পতাকা ও পোস্টার ছিড়ে দেয়।পুলিশের উপস্থিতিতেই তাদের উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা৷বেধড়ক মারধর করা হয় তাদের। প্রাণ বাঁচাতে একটি দোকানে আশ্রয় নেয় তারা।
এদিকে টিএমসিপি এর অভিযোগ, কলেজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে এবিভিপি। মারধরের মতো কোন ঘটনাই ঘটেনি৷এগুলো রটানো হচ্ছে। রড,লাঠি নিয়ে এবিভিপির সদস্যরা এখানে এসে দাঁড়িয়েছিল।আমরা স্লোগান দিলে তারা ভয়ে এখান থেকে পালিয়ে যায়।