শিলিগুড়ি, ২৬ অক্টোবরঃ ছটঘাটগুলিকে আগে থেকেই প্রস্তুত রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নির্দেশ মিলতেই শহরের বিভিন্ন ঘাট পরিদর্শন শুরু হল।
এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী মঙ্গলবার সন্তোষী ঘাট পরিদর্শনে যান।ঘাটে পুজো উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলেন তাঁরা।শিলিগুড়ির পাশাপাশি কার্শিয়াঙের প্রশাসনিক বৈঠকেও ছটঘাটগুলিকে প্রস্তুত রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী।ঘাটগুলিতে পর্যাপ্ত আলো ও পরিষ্কার রাখার কথা বলেছেন।
এদিন সন্তোষী ঘাট পরিদর্শনের পর এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, প্রতিবছর ছটঘাট তৈরি করা হয়।এবার আগে থেকে সব করা হবে।সন্তোষী নগর ঘাটে আলো, বসার জায়গা ও বাঁশের ব্যারিকেড থাকবে।এছাড়াও করোনা বিধির উপরও নজর রাখা হবে।