শিলিগুড়ি, ৩০ মার্চঃ করোনা আতঙ্ক, চলছে লকডাউন।এই পরিস্থিতিতে নদীতে ছট পুজোর আয়োজন না করে বাড়িতেই ছট পুজোয় ব্রতী হয়েছেন মানুষ।
শহরের বিভিন্ন জায়গায় বাড়িতে, উঠোনে, বাড়ির ছাদে ছোটো ছোটো ঘাট তৈরি করে পুজো করছেন ছট ব্রতী মানুষ।আজ বিকেলে ও আগামীকাল সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন ভক্তরা।
বেশকয়েকজন ছট পুজো ব্রতী মানুষ জানান, প্রতিবছর ধূমধাম করে নদীতে চৈত্র মাসের এই ছট পুজো করা হয়।তবে এবারে এই পরিস্থিতিতে তারা নদীতে পুজো না করে বাড়িতেই ঘাট তৈরি করে পুজো করছেন।