খড়িবাড়ি, ৬ জানুয়ারিঃ চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগ।খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের গন্ডগোল জোতে হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ।উদ্ধার হয়েছে ১০১ গ্রাম ব্রাউন সুগার এবং ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।
ধৃতের নাম নীলকন্ঠ বর্মন, পানিট্যাঙ্কির গন্ডোগোল জোতের বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, কয়েকমাস আগেই জেলে ছিল অভিযুক্ত।জেল থেকে ফিরতেই জাতীয় সড়কের ধারে চায়ের দোকানের আড়ালে মাদকের রমারমা কারবার চালাছিল ব্যক্তি।অভিযানে ধৃতের ঘরে থাকা বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ১৩ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ১০১ গ্ৰাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।
এরপরই মাদক কারবারের অভিযোগে ব্যক্তিকে গ্ৰেফতার করে পুলিশ।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
