শিলিগুড়ি, ১৩ জানুয়ারিঃ মঙ্গলবার থেকে জাঁকিয়ে পড়েছে শীত।ঠান্ডায় জবুথবু শহরবাসী।গতকাল গোটা শহর সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে।আজও দেখা মেলেনি সূর্যের।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুদিন ঠান্ডার পাশাপাশি কুয়াশাচ্ছন্ন থাকবে শহর।
আর ঠান্ডার এই আমেজকে জমিয়ে উপভোগ করছেন শহরবাসী।চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষ।এরফলে চায়ের ব্যবসাও বেশ জমে উঠেছে।শহরের অলিগলিতে বিভিন্ন চায়ের দোকানে বসছে চায়ের আসর।চা খেতে খেতে ঠান্ডার আনন্দ উপভোগ করতে দেখা যায় শহরবাসীকে।
চায়ের দোকানে আসা কয়েকজন যুবক জানান, ঠান্ডা থেকে বাঁচতে চা একমাত্র ভরসা।বহুদিন পর শিলিগুড়িতে এই দৃশ্য দেখা গিয়েছে।এই কারণে জমিয়ে ঠান্ডার মজা উপভোগ করছেন তারা।
এদিকে চায়ের দোকানের মালিক রাহুল মাহাতো বলেন, আগে দুপুরে দোকান বন্ধ থাকত।তবে গত দুদিন আগে যেভাবে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এরফলে দুপুরের সময়ে সবথেকে বেশী ভিড় হচ্ছে দোকানে।দিনে প্রায় ৫০০-৬০০ কাপ চা বিক্রি হচ্ছে।