রাজগঞ্জ,৭ অক্টোবরঃ গজলডোবা তিস্তা ব্যারেজ ভেসে এসেছে প্রচুর কাঠ। জল কমতেই সেই কাঠ তোলার হিড়িক তিস্তা চরের বাসিন্দাদের। গত মঙ্গলবার রাতে সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে রুদ্র রূপ ধারণ করে তিস্তা।তিস্তার জলে গাড়ি,আসবাবপত্র সহ আসে প্রচুর বড়ো বড়ো গাছের গুড়িও ভেসে আসে। তিস্তার জল কমে আসতেই সেই গুড়ি তুলতে গজলডোবা তিস্তা ব্যারেজ চর সংলগ্ন এলাকায় ভিড় করেছেন এলাকার মানুষেরা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পাহাড়ে বৃষ্টির ফলে ফুলে ফেপে উঠেছিল তিস্তা। সেই জলেই ভেসে এসেছে প্রচুর কাঠ। প্রচুর মানুষ এই কাঠগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছে। আমাদের এলাকার অনেকের বাড়িতেই গ্যাস নেই। এই কাঠ পেয়ে আমাদের জ্বালানির জন্য অনেকে সুবিধা হলো। কয়েক হাজার মানুষ এই কাঠ সংগ্রহ করছেন।