শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ শেকল দিয়ে বেঁধে রাখতে হয় মানসিক ভারসাম্যহীন ছোট্টো ছেলেকে।ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানালেন অসহায় এক মা।
জানা গিয়েছে, এনজেপি থানার অন্তর্গত শান্তি পাড়ার বাসিন্দা পিঙ্কি রায় রান্নার কাজ করে কোনোরকমে সংসার চালান।গত ১৩ বছর আগে বিয়ে হয়েছিল পিঙ্কি রায়ের।বিয়ের পর তার একটি পুত্র সন্তান হয়।জন্মের পর সে স্বাভাবিকই ছিল।তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়।এই নিয়েই শ্বশুর বাড়িতে শুরু হয় অশান্তি।পরবর্তীতে ছেলে ও মাকে বাড়ি থেকে বের করে দেয় শ্বশুরবাড়ির সদস্যরা এমনটাই অভিযোগ।সেই থেকে ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই রয়েছেন পিঙ্কি দেবী।
পিঙ্কি রায় জানান, ছেলেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয়েছে।তবে সেরে ওঠেনি।ভিনরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করালে সুস্থ হতে পারে।এই পরিস্থিতিতে ছেলের চিকিৎসার জন্য শহরবাসীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পিঙ্কি দেবী।
