শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে ফের ছেলের হাতে খুন মা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের দূর্গাদাস কলোনিতে।সম্পত্তির জেরেই এই খুন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের নাম শ্রীকৃষ্ণ মহন্ত।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়ি নিয়ে অশান্তি লেগেই ছিল পরিবারটিতে।সম্পত্তির জন্য মানসিক ভারসাম্যহীন মা মঞ্জু মহন্তকে মারধর করতো ছেলে।বহুবার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে।
জমির দলিলে বোন সই না করায় রেগে যায় শ্রীকৃষ্ণ।এরপর মা মঞ্জু মহন্তকে মারধর করে এবং গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে এলাকায় ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিলর অভয়া বোস।পরে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে।এদিকে ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
শনিবার ধৃতকে আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।