শিলিগুড়ি, ২৮ অক্টোম্বরঃ শিলিগুড়িতে বিভিন্ন ছটঘাটের প্রস্তুতি খতিয়ে দেখলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শুক্রবার থেকে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে নদী ঘাটগুলি পরিদর্শন করছেন। প্রতিবছর শিলিগুড়িতে মহানন্দা সহ অন্যান্য নদীতে ছটপুজোর জন্য ঘাট তৈরি করা হয়।
এবছরও এসজেডিএ এর তরফে ২১ টি ছটঘাট তৈরি করা হচ্ছে। কাওয়াখালি, সন্তোষী নগর সহ বেশকিছু জায়গায় নদীর দুপাশ পরিষ্কার করে সেখানে ছটব্রতীদের জন্য ছটঘাট তৈরি করে দেওয়া হয়।
এদিন পরিদর্শনে বেরিয়ে সৌরভ চক্রবর্তী জানান, ২১ টি ছটঘাট এসজেডিএ তৈরি করে দিচ্ছে। ১ কোটি টাকার টেন্ডার করা হয়েছে। ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের একটি দল করে ঘুরছে প্রতিটি ঘাট ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা ঘুরে দেখছেন।
