রাজগঞ্জ, ২৯ অক্টোবরঃ আগামীকাল ছট পুজো।ছট পুজোয় ছটব্রতীদের যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য তৎপর ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।ছটঘাট তৈরি থেকে শুরু করে ঘাটে আলোর ব্যবস্থা এবং ছটঘাটে যাওয়ার রাস্তাও তৈরি করে দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের তরফে।
রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীতে বেশ কয়েকটি ঘাটে প্রতিবছর ছটপুজো করা হয়।এবছর সেই ঘাটগুলিতে পুজো হবে।তার জন্য সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে।শনিবার গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় নিজে দাঁড়িয়ে থেকে পশ্চিম ধনতলায় মহানন্দা নদীতে ছটঘাটের পরিকাঠামো তৈরির কাজ খতিয়ে দেখেন।
এই বিষয়ে পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, পশ্চিম ধনতলায় মহানন্দা নদীতে প্রায় ২০০ জন ছটব্রতী পুজো করেন।তাদের ছটঘাটে পৌঁছোতে যাতে সমস্যায় না পড়তে হয় তাই প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেকটি ছটঘাটে ৪ জন করে স্বেচ্ছাসেবক রাখার ব্যবস্থা করা হয়েছে।