নকশালবাড়ির খেমচী নদীর ছট ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকেরা  

নকশালবাড়ি, ৬ নভেম্বরঃ আগামীকাল ছটপুজো।নকশালবাড়ি জনকল্যাণ সমিতির উদ্যোগে নকশালবাড়ি খেমচী নদীর ঘাটে ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা।  


এদিন ছটঘাটের রাস্তা ও ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেন জেলাশাসক প্রীতি গোয়েল, মহকুমাশাসক অবধ সিংহল, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বিডিও প্রনব চট্টরাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান্যরা।  

ছটব্রতীরা যাতে সুস্থভাবে পুজা সম্পন্ন করতে পারে তার জন্য পুলিশ ক্যাম্প, স্বাস্থ্য শিবির এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ডুবুরী ও ওয়াটার বোর্ড মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *