খড়িবাড়ি, ৪ নভেম্বরঃ ভারত নেপাল সীমান্তে ছটপুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ।
সোমবার খড়িবাড়ি থানার আধিকারিক সহ ছটপুজো কমিটির সদস্যদের সঙ্গে খড়িবাড়ি পানিট্যাঙ্কির ভারত নেপাল সীমান্তের ছটঘাট পরিদর্শন করেন বিডিও।সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।
এদিন বিডিও দীপ্তি সাউ জানান, ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হল।এই ছট ঘাটে প্রচুর মানুষের ভিড় হবে।সীমান্ত এলাকা হওয়ায় সীমান্ত রক্ষী বাহিনী এসএসবি জওয়ানদের সঙ্গে কথা বলা হবে।