পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, শিলিগুড়িতেও ধর্মঘটে যাবেন বিক্রেতারা? মিলবে না মুরগির মাংস!

শিলিগুড়ি,১৮ জুলাই: পুলিশের বিরুদ্ধে তোলাবাজি ও গাড়ি চালককে মারধরের প্রতিবাদে আজ থেকে রাজ্যজুড়ে ধর্মঘট ডেকেছেন মুরগি পরিবহণে যুক্ত গাড়িচালক, খালাসিরা। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের জেরে মুরগি ও ডিমের দাম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই ধর্মঘটে এখনও পর্যন্ত শিলিগুড়িতে কোনও প্রভাব পড়েনি।


শিলিগুড়ি সহ আশপাশের জেলাতেও পুলিশি হয়রানির অভিযোগ করছেন মুরগি বিক্রেতা সহ গাড়ি চালকেরা। অভিযোগ, বিভিন্ন জায়গায় মুরগি নিয়ে আসার সময় গাড়িগুলিকে আটকে দেওয়া হয়। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও নানা অজুহাতে টাকা চাওয়া হয়।

তবে ধর্মঘট চলতে থাকলে শিলিগুড়িতেও আগামী কয়েকদিনের মধ্যে মুরগির মাংসের দাম বাড়তে পারে। এখন মুরগির মাংস গোটা ১৫০ টাকা কেজি ও কাটা মাংস ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দাম বেশকিছুটা বাড়তে পারে বলেই খবর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO