শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ এক রোগী।পুলিশের দ্বারস্থ হলেন পরিবার।
জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম অঞ্জলী মাতব্বর।সোমবার ময়নাগুড়ি ভোটপট্টি এলাকা থেকে অঞ্জলী মাতব্বর তার স্বামী, ছেলে সহ আরও কয়েকজনের সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন।আউটডোরে ডাক্তার দেখানোর পর মহিলাকে ভর্তি করানোর কথা বলেন চিকিৎসকেরা।চিকিৎসকের কথা মতো ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হলে বেড না পাওয়ায় রোগীকে মেঝেতেই থাকতে দেওয়া হয়।এরপর মেঝের মধ্যে বেডের ব্যবস্থা করতে যান পরিবারের সদস্যরা।ফিরে এসে দেখেন অঞ্জলী দেবী সেখানে নেই।অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।পরিবারের অভিযোগ, ওয়ার্ড থেকে একজন রোগী বেরিয়ে গেল কিন্তু কেউ দেখলো না।এই নিয়ে কর্মীদের গাফিলতির অভিযোগ তোলেন তারা।
পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন মহিলার পরিবার।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মেডিক্যাল ফাঁড়ির পুলিশ।