শিলিগুড়ি,৯ এপ্রিলঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি ডাক্তারদের সঙ্গে করোনা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায় আলোচনায় বসলেন রাজ্যের বিশেষজ্ঞ কমিটি।
আজ সকালে কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌছান রাজ্য বিশেষজ্ঞ কমিটির সদস্য ডাঃ অভিজিৎ চৌধুরি ও ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। আজ সকালেই তারা প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখানকার পরিকাঠামো ঠিক রয়েছে। তবে ভৌগলিক কারণে যোগাযোগে কিছু সমস্যা রয়েছে। সেবিষয়টি দেখা হচ্ছে। তাছাড়া এখানকার চিকিৎসকদের নিয়ে আলোচনায় বসা হবে। উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি দেখভালের জন্য আগামী কিছুদিন ডঃ গোপালকৃষ্ণ ঢালি এখানেই থাকবেন বলে জানান ডঃ অভিজিৎ চৌধুরি। আরও বলেন, পরিকাঠামো ঠিক রয়েছে। পরিকাঠামো নেই বলে শুধু আতঙ্ক ছড়ানো হয়। কিছু গুজবও রটছে।