কোচবিহার, ২ ফেব্রুয়ারিঃ চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে, মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি অঞ্চলের বাসিন্দা চিরঞ্জিত বর্মন তার গর্ববতী স্ত্রী মাধবী বর্মনকে গত ৩১ জানুয়ারী মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করান।পরদিন ভোরে মাধবী বর্মন প্রসব যন্ত্রনায় কাতরাতে থাকলেও কেউ তাকে তাকে দেখতে আসেনি।পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই সদ্যজাত শিশুর মৃত্যু হয়।এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মেখলিগঞ্জ থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার।
অভিযোগের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার পুলিশ সদ্যজাতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠিয়েছে।এদিকে মেখলিগঞ্জ হাসপাতাল ইনচার্জ শেখ আবু মনিরুদ্দিন বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।