ফাঁসিদেওয়া, ৩ অক্টোম্বরঃ চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় সোমবার রাতে উত্তেজনা ছড়াল ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে।
জানা গিয়েছে, গতকাল বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রোগীকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে দ্রুত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।এরপরই রোগী মৃত্যুর অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে।মৃতের নাম মসির আলি।ফাঁসিদেওয়ার চটহাটের বাসিন্দা ছিলেন।
মৃতের পরিবারের অভিযোগ, হাইটেনশন লাইনের নীচে গাছ কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হন যুবক।যুবককে হাসপাতালে আনার পর হাসপাতালের কর্মীরা বাঁধা দেয়।পরে রোগীর মৃত্যু হয়।সময় মতো চিকিৎসা হলে ছেলেকে বাঁচানো সম্ভব হতো বলে জানান মৃতের বাবা মহম্মদ আব্দুল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফাঁসিদেওয়া থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ আইনুল হক।চিকিৎসার গাফিলতি রয়েছে বলে জানান তিনি।
এদিকে এই বিষয়ে ফোনে ফাঁসিদেওয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ অরুনাভ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই ধরনের অভিযোগ আসেনি।