জলপাইগুড়ি, ২৯ ডিসেম্বরঃ চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের প্রসূতি বিভাগে।
জানা গিয়েছে, জলপাইগুড়ির ডাউকিমারি এলাকার বাসিন্দা মিঠুন দাসের স্ত্রী মঙ্গলবার দুপুরে এক পুত্র সন্তানের জন্ম দেন।জন্মের পর সদ্যোজাত সুস্থই ছিল দাবি পরিবারের।মঙ্গলবার রাতে শারীরিক অবস্থায় অবনতি হলে সদ্যোজাতকে শিলিগুড়িতে স্থানান্তর করার কথা বলা হয় হাসপাতালের তরফে।অভিযোগ, পরিবারের লোকেরা সদ্যোজাতকে নিয়ে যেতে চাইলে বলা হয় বন্ড পেপারে সই করে তবেই নিয়ে যেতে হবে।কিছুক্ষণ বাদে সদ্যোজাত ভালো রয়েছে বলে জানায়।ঘটনার দুঘণ্টা পর সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।এরপরই উত্তেজনা ছড়ায় হাসপাতালে।খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে মিঠুন দাস বলেন, চিকিৎসার গাফিলতিতেই আমার সন্তানের মৃত্যু হয়েছে।থানায় ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করার কথা জানান তিনি।
এদিকে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দেখা হবে।