শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য কিডনি প্রতিস্থাপন সহ অন্যান্য রোগর চিকিৎসার সমাধান নিয়ে কলকাতার CMRI এর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে হাজির হচ্ছে শিলিগুড়ির দাগাপুরের একটি বেসরকারি হাসপাতাল।শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কলকাতা CMRI এর বিশেষজ্ঞ চিকিৎসকরা।
জানা গেছে, উত্তরবঙ্গ এবং সিকিমে প্রতি মাসে কলকাতা CMRI বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আসবে।সিএমআরআই-এর ডাক্তার এবং সার্জেনদের দল সফলভাবে শিশুদের কিডনি প্রতিস্থাপনও চালিয়ে যাচ্ছেন।সেই দল এবারে উত্তরবঙ্গের মানুষকে পরিষেবা দেবে।
এদিন CMRI এর ট্রান্সপ্ল্যান্ট সার্জেন ডঃ প্রদীপ চক্রবর্তী বলেন, প্রাপ্তবয়স্ক এবং শিশুদের কিডনি প্রতিস্থাপন এবং পরিবর্তন করা হয়।আমরা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আসবো।প্রত্যেক মাসেই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দল আসবে এবং চিকিৎসা পরিষেবা দেবে।