ইসলামপুর,২৪ জানুয়ারিঃ চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর আত্মীয়রা।
জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পোখরিয়া গ্রামপঞ্চায়েতের ইকরচলা গ্রামের বাসিন্দা রুবি বেগম প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্ত্তি হয়েছিলেন।এরপর পুত্র সন্তান জন্ম দেন রুবি বেগম।কিন্তু তারপর থেকেই রুবি বেগমের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে।ক্রমে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।শিলিগুড়িতে যাবার পথেই প্রসূতির মৃত্যু হয়।
এদিকে মৃতদেহ হাসপাতালে নিয়ে এসে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা।তাদের অভিযোগ,চিকিৎসার গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে রুবি বেগমের।পরে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌছায় পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান,প্রসূতি মৃত্যু কাম্য নয়।কেন প্রসূতির মৃত্যু হল তা খতিয়ে দেখা হবে।