শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।আর এই লকডাউনের জেরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে শিলিগুড়ি এক যুবক।
শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির বাসিন্দা নারায়ণ চন্দ্র সাহার ছেলে সোনাই সাহা(৩০)।গত ২ বছর ধরে ব্রেন টিউমারে ভুগছেন সোনাই সাহা।চিকিৎসার জন্য তাকে দুবার বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়।ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার কথা ছিল তবে লকডাউন হয়ে যাওয়ায় তা বাতিল হয়ে যায়।এই পরিস্থিতিতে সরকারের কাছে যুবককে বেঙ্গালুরু পৌঁছানোর আর্জি জানিয়েছে পরিবার।
নারায়ণ চন্দ্র সাহা জানান, জমি বিক্রি করে তিনি ছেলেকে চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যান।সেখানে দুবার তার অস্ত্রোপচার সফল হয়। ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৃতীয়বার চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার কথা ছিল।কিন্তু লকডাউনের কারণে বাতিল করতে হয়।এই অবস্থায় রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে সোনাই সাহার পরিবার।