শিলিগুড়ি, ২৭ আগস্টঃ শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা স্কুল ছাত্রী খুনের ঘটনায় আজ শিলিগুড়িতে পৌঁছে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন।
এদিন মৃতার মায়ের সঙ্গে কথা বলে গোটা ঘটনার তথ্য নেন কমিশনের সদস্যরা।ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচারের আশ্বাস দেন তারা।
এদিন মৃতার পরিবারের সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করা নিয়ে প্রশ্ন তোলেন শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।এরপর শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক।আজ পরিবারটির সঙ্গে দেখা করলাম।মৃতার মা অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।ময়নাতদন্তের রিপোর্ট দেখেছি।শীঘ্রই চার্জশিট পেশ করা হবে।
অন্যদিকে শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী বলেন, আজ গোটা ঘটনার খোঁজ নেওয়ার পাশাপাশি পুলিশের তদন্ত কতদূর পৌঁছেছে তারও খোঁজ নেওয়া হয়েছে।