শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ আজ শিশু দিবস।শিশু দিবস উপলক্ষে রাউন্ড টেবিল ইন্ডিয়া, লেডিস সার্কেল ইন্ডিয়া, মিত্তাল ফাউন্ডেশন ও বাল কৃষ্ণ সংঘের যৌথ উদ্যোগে রবিবার শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল।
এদিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।১৫০ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম,দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দি অ্যাকাডেমির চেয়ারম্যান বিবেক গুপ্তা।
এই বিষয়ে মিত্তাল ফাউন্ডেশনের সভাপতি সেবিকা মিত্তাল বলেন, করোনা পরিস্থিতিতে সমস্ত শিশুরা ঘরবন্দি ছিল।বাচ্চাদের ওপরে এর বেশি প্রভাব পড়েছে।তাদের আনন্দ দিতেই এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।