অসময়ে বৃষ্টি, লঙ্কা চাষে বড় ক্ষতির আশঙ্কায় গজলডোবার লঙ্কা চাষীরা

রাজগঞ্জ ৫ মার্চঃ  লঙ্কা চাষে এবার অনেক বড় ক্ষতির আশঙ্কায় গজলডোবার লঙ্কা চাষীরা। গতবছর লঙ্কা চাষে ভালো লাভ হলেও এবছর ক্ষতি হবে বলে মাথায় চিন্তার  ভাজ পড়েছে লঙ্কা চাষীদের।


রাজগঞ্জের গজলডোবার তিস্তার চরের বাসিন্দারা মূলত সবজি চাষ করেন। অন্যান্য সবজির সঙ্গে তারা ব্যাপকহারে লঙ্কা চাষ করেছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও অসময়ে বৃষ্টির ফলে ইতিমধ্যেই লঙ্কা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

কালাচাঁদ রায় নামে এক চাষী জানান, গজলডোবা চরে কৃষকরা প্রায় ৪০০ বিঘা জমিতে লঙ্কা চাষ করেছেন। প্রতিকূল আবহাওয়া ও লঙ্কা গাছের ধসা রোগের জন্য এবছর লঙ্কার ফলন খুব কম হচ্ছে।গতবছর ১ বিঘা লঙ্কা চাষ করে প্রায় ৫ থেকে ৬  বস্তা লঙ্কা পাওয়া গেলেও এবছর এক বিঘা জমিতে দুই বস্তা পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে।তিনি আরও জানান, অনেক চাষী জানেনা কোন চাষে কি সার ও ওষুধ ব্যবহার করতে হবে।যদি কৃষি আধিকারিকরা এসে আমাদের কি সার ও ওষুধ ব্যবহার করতে হবে জানাতেন,তাহলে আমরা খুব উপকৃত হতাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom girişcasibomgrandpashabet giriş