শিলিগুড়ি,৭ অক্টোবরঃ ছিল গেরুয়া,হয়ে গেল নীল-সাদা।তা ঘিরেই বেজায় ক্ষুব্ধ হলেন বিজেপি নেতা।পুজোর জন্য শিলিগুড়ির হাসমিচকে বিজেপির তরফে একটি ক্যাম্প বানানো হয়েছিল।বিজেপির দলীয় রং গেরুয়া রঙের কাপড় দিয়ে বানানো হয়েছিল সেই ক্যাম্প এবং সেখানে ফ্লেক্স ও পতাকা লাগানো ছিল।
এদিকে আজ শিলিগুড়িতে কার্নিভাল রয়েছে।বিজেপির অভিযোগ,কিছুক্ষণ আগে হঠাৎ তাদের সেই গেরুয়া কাপড়ের ওপর দিয়ে নীল-সাদা কাপড় লাগিয়ে দেওয়া হয়।বিষয়টি নজরে আসতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা।তাদের অভিযোগ, জোর করে প্রশাসনের তরফে এটি করা হয়েছে।এরপর তারা শিলিগুড়ি থানার পুলিশকে খবর দেয়।ঘটনাস্থলেও আসে পুলিশ।বিজেপি নেতাদের আরও অভিযোগ,তাদের ক্যাম্পে যে পতাকা এবং ফ্লেক্স লাগানো ছিল সেগুলিও খুলে দেওয়া হয়েছে।