আলিপুরদুয়ার, ২১ জুলাইঃ অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার দাবি, শ্রমিকদের প্রাপ্য সুযোগ সুবিধা প্রদানের দাবি সহ একাধিক দাবিতে আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা বাগানে ২ ঘণ্টা গেট মিটিংয়ে সামিল হল বিজেপি চা বাগান সংগঠন বিটিডব্লিউ।
জানা গিয়েছে, বুধবার সকাল সাতটা থেকে চিঞ্চুলা চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে গেট মিটিংয়ে সামিল হন।
চিঞ্চুলা চা বাগানের শ্রমিক নেতা তথা বিটিডব্লিউ এর সম্পাদক রামাশ্রে শর্মা জানান, বাগানে প্রায় ৩৫০ জন শ্রমিক রয়েছে, যাদের পরিবারের কারো মৃত্যুর পর তারা চাকরি পেয়েছে কিন্ত বাগান কর্তৃপক্ষ তাদের অস্থায়ী করে রেখে দিয়েছে।বিগত দশ বছর ধরে তারা অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছে।চিঞ্চুলা চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে।অবসরের পর গ্র্যাচুইটি প্রদান করছে না। এমনকি শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকাও জমা করা হচ্ছে না।এই সমস্ত দাবিতে চিঞ্চুলা চা বাগানে আন্দোলনে নেমেছে শ্রমিকরা।তাদের দাবি না মানা হলে আমরা অনশন আন্দোলনে নামবো।