শিলিগুড়ি, ৩০ নভেম্বরঃ শিলিগুড়িতে সক্রিয় হয়ে উঠেছে স্কুটি গ্যাং।শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে এই গ্যাং।যেকারনে ঘুম উড়েছে পুলিশের।
জানা গিয়েছে, এই স্কুটি গ্যাং ইতিমধ্যেই তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।প্রধাননগর থানা অন্তর্গত এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করেছিল এই গ্যাং।এরপর মাটিগাড়া এবং শিলিগুড়ি থানা এলাকাতেও একইভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটায়।এই গ্যাং মূলত মহিলাদের টার্গেট করে ছিনতাই করে।যদিও এখনও পুলিশের নাগালেই বাইরেই রয়েছে গ্যাঙের সদস্যরা।
এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, বেশকয়েকটি ছিনতাইকারী গ্যাংকে ধরা হয়েছে।সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সমস্ত ঘটনার তদন্ত চলছে।শীঘ্রই স্কুটি গ্যাংকেও ধরা হবে বলে জানান তিনি।