শিলিগুড়ি, ১ নভেম্বরঃ সোমবার দিনদুপুরে হায়দারপাড়ার হিমাচল সরণী এলাকায় এক মহিলার সঙ্গে ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, সোমবার বাইকে করে এসে এক মহিলার মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতি।ঘটনার পরই ওই মহিলা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম সুব্রত দত্ত এবং জীবন রায়।ছিনতাইয়ের সময় ব্যবহার করা বাইকটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
