খড়িবাড়ি, ৯ অক্টোবরঃ খড়িবাড়িতে বেশ কয়েকমাস আগে ২৬ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় রাজস্থান থেকে ঘটনার মাস্টারমাউন্ডকে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম মহম্মদ মোফিজুদ্দিন।ইসলামপুরের বাসিন্দা।ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে শিলিগুড়িতে পৌছায় পুলিশ।আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, গত ২২শে জুলাই খড়িবাড়ির থানঝোড়া চা বাগানের শ্রমিকদের মজুরি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৬ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।এই ঘটনার তদন্তে নেমে ৮ জনকে গ্রেফতার করে দার্জিলিং জেলা পুলিশ।তবে ঘটনায় মূল অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল পুলিশ।গ্রেফতার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার মাস্টারমাইন্ড এর কথা জানতে পারে পুলিশ।এরপরই তাকে গ্রেফতার করতে তদন্তে মানে পুলিশ।ধৃতকে রাজস্থানের অজমের থেকে গ্রেফতার করা হয়।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।