শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ মহিলার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল মাটিগাড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা ওই মহিলা কাজের জন্য শিলিগুড়িতে থাকেন।গত সেপ্টেম্বর মাসে অটোতে করে চম্পাসারি থেকে মাটিগাড়ার দিকে যাচ্ছিলেন।সেইসময় চাঁদমুনি এলাকায় তার ব্যাগ ছিনতাই হয়।ব্যাগে তিনটি মোবাইল ফোন, জরুরি নথিপত্র সহ বিভিন্ন সামগ্রী ছিল।ঘটনার পর মাটিগাড়া থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন মহিলা।
তদন্ত নেমে নভেম্বর মাসে একটি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেয় পুলিশ।এরপর আজ ফের আরও একটি মোবাইল ফোন উদ্ধার করে মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়।মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান মহিলা।