শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়লো ২ ছিনতাইকারী।
জানা গিয়েছে, এদিন বাগডোগরা পানিঘাটা রোডে বাইকে করে এসে মহিলার সোনার চেন ছিনতাই করার চেষ্টা করে ২ ছিনতাইকারী।মহিলা চিৎকার করতেই বাইক থেকে পড়ে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় ছিনতাইকারীরা।পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে গ্রেফতার করে।ধৃতরা হল শিভম কুমার ও ঋষি কুমার।বিহারের কাটিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোহার অস্ত্র দেখিয়ে মহিলাদের টার্গেট করে ছিনতাই করে ধৃতরা।তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও বাইক উদ্ধার করেছে বাগডোগরা থানার পুলিশ।আগামীকাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।