ছিনতাই এর অভিযোগে গ্রেফতার ব্যক্তি  

শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ ছিনতাই এর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম বাবু সরকার।


জানা গিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি শিলিগুড়ি তেনজিন নোরগে বাস টার্মিনার্সে নাসরীন জাইকিয়া নামে এক গৃহবধূর ব্যাগ ছিনতাই হয়।ব্যাগে নগদ ১২ হাজার টাকা, সোনার কানের দুল, দুটি আংটি ও হাতের বালা ছিল।

ঘটনায় অভিযোগ করা হয় প্রধাননগর থানায়।তদন্তে নেমে সোমবার গভীর রাতে দক্ষিণ ভারতনগর ফুলেশ্বরী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।খোয়া যাওয়া টাকা ও গয়না উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *