শিলিগুড়ি,১৩ জানুয়ারিঃ ছিনতাই এর অভিযোগে দুজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।ধৃতদের নাম প্রণয় রায়(৩১)ও আকাশ প্রধান(২১)।
জানা গিয়েছে, মাটিগাড়ার দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় এক মহিলার সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে।এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে প্রণয় ও আকাশ নামে দুজনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
